১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিটাও বুঝি অনায়াসেই তুলে নিতে চলেছেন। তবে সেটা হলো না। আগের দিনের সঙ্গে ২ রান যোগ করেই আউট হয়েছেন তিনি।
এরপর হতাশায় আউট হতে হয়েছে মুমিনুল হককেও। দিনের শুরুতেই ২ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ।
দিনের দ্বিতীয় ওভারেই আউট হন জয়। ব্যক্তিগত ১৭১ রানে তিনি ক্যাচ দেন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে। ২৮৬ বলে ১৪ চার ও ৪ টি ছক্কায় সাজানো ইনিংসটির ইতি ঘটে তাতে।
এরপর আগের দিনের থিতু ব্যাটার মুমিনুল হকও বিদায় নেন। সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন তিনি। তবে তার সে অপেক্ষার ইতি ভালোভাবে ঘটেনি। ম্যাকব্রাইনের বলে স্লিপে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে ক্যাচ দেন তিনি। ১৩২ বলে ৮২ রানে আউট হন তিনি।
এই ইনিংসে ৮০’র ঘরে আউট হওয়া দ্বিতীয় ব্যাটার তিনি, এর আগে সাদমান ইসলাম আউট হয়েছিলেন ৮০ রানে।