নিরাপত্তা শঙ্কা থাকায় সফর চলাকালেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চেয়েছেন শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার। লঙ্কান ক্রিকেট বোর্ডের বরাতে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, যদি বোর্ডের অবাধ্য হয়ে এসব ক্রিকেটার দেশে ফেরেন, তবে তাদের ২ বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে।
পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে হেরেছে সফরকারীরা। ১৪ নভেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে। তার আগে দেশে ফিরতে চেয়েছেন দলের অন্তত আটজন ক্রিকেটার। তাদের দাবির পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।
শ্রীলঙ্কা দলের একাংশের চাওয়ার বিপরীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। এসময় পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দেয়। তবে যারা এই নির্দেশনা না মানবে, তাদের প্রতি কঠোর হবে বোর্ড।
ঠিক কোন কোন ক্রিকেটার বোর্ডের অবাধ্য হয়েছিলেন, তা জানা যায়নি। এমনকি সিরিজটি স্থগিত হওয়ার শঙ্কাও পুরোপুরি কাটেনি।