শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

আইরিশদের বিপক্ষে বাংলাদেশ দারুণ অবস্থানে আছে। ইতোমধ্যেই ২০০ ছাড়ানো লিড চলে এসেছে। আর এখন নাজমুল হোসেন শান্তর দল ফিরিয়ে আনল ২০২৪ সালের আগস্টের এক সুখস্মৃতি।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন থেকে বাংলাদেশ চলে এসেছে চালকের আসনে। দ্রুত আইরিশদের অলআউট করে নিজেরা দ্রুত ব্যাট চালাতে শুরু করে। ওপেনার সাদমান ইসলাম ৮০ রান করেন ১০৪ বলে। তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান এই পর্যন্ত দলের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন, ২৮৬ বলে ১৭১ রান করে আউট হয়েছেন তিনি।

তিনে নামা মুমিনুল হক করেছেন ১৩২ বলে ৮২ রান। আজ সকালে তিনি আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৮ রান আগে। চারে নামা নাজমুল হোসেন শান্তও ফিফটি তুলে নিয়েছেন দ্রুতই। তিনি অপেক্ষায় আছেন সেঞ্চুরির, ওদিকে লিটনের সামনে আছে ফিফটির হাতছানি।

এরই মধ্যে বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে ৫০০ রানের মাইলফলক। সবশেষ এমন মাইলফলক বাংলাদেশ ছুঁয়েছিল সেই ২০২৪ সালের আগস্টে, পাকিস্তানের বিপক্ষে। এরপর থেকে ২১ ইনিংসে ব্যাট করলেও আর ৫০০ ছুঁতে পারেনি বাংলাদেশ।

কাছাকাছি গিয়েছিল সবশেষ শ্রীলঙ্কা সফরে গল টেস্টে। তবে শেষ ৪২ রানে ৬ উইকেট খুইয়ে ৫০০ ছুঁতে পারেনি সেবার। তবে এবার সেই ভুল আর করেনি বাংলাদেশ। হেসেখেলেই তুলে ফেলেছে ৫০০ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ