শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

নতুন রূপে ধরা দিলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা পাকা করেও আবারও ভারতে ফিরছেন। এর আগে ২০২১ সালে প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর এবার তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি নির্মাতা এসএস রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ সিনেমায় কাজ করছেন।

বুধবার (১২ নভেম্বর) সেই সিনেমার চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসার বন্যা বয়ে যায়। তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগী— সবাই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রিয়াংকা চোপড়া।

‘মন্দাকিনী’র এই তাক লাগানো লুক প্রকাশের পর থেকেই বলিউড ও হলিউডের তারকাসহ বন্ধুদের প্রশংসার ঢল নেমেছে। প্রিয়াংকার স্বামী জনপ্রিয় গায়ক নিক জোনাস তার স্ত্রীকে নতুন অবতারে দেখে মুগ্ধতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অসাধারণ!’ অন্যদিকে বলিউড অভিনেতা রণবীর সিং মন্তব্য করেছেন— ‘খুব কুল।’

‘গ্লোবট্রটার’ সিনেমায় তাকে দেখা গেছে, হলুদ শাড়ি পরে একহাতে বন্দুক তাক করে গুলি ছুড়তে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।

প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্যে প্রিয়াংকা এক্সে একটি জনপ্রিয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ ‘#AskPCJ’ সেশন আয়োজন করেছিলেন। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’ নিয়ে কথা বলার পাশাপাশি তেলেগু ভাষা শেখা নিয়েও তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

এদিকে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। এ নির্মাতা বলেন, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, তাকে স্বাগতম— দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ