শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

আইরিশদের ইনিংস ব্যবধানেই হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

আয়ারল্যান্ডের লেজের লড়াই বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষমেশ সেটা টিকল না। বাংলাদেশ ইনিংস ব্যবধানেই জিতল। ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজেও শুভসূচনা করল নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথিউ হামফ্রেস। এরপরই শুরু ম্যাকব্রাইনের প্রতিরোধের। সে জুটি থেকে আসে ৩১ রান। এরপর হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে থাকা সাদমানের হাতে ক্যাচ দেন হামফ্রেস।

এরপর উইকেটে আসা অ্যান্ড্রু বালবার্নিকে নিয়ে লড়াই শুরু করেন ম্যাকব্রাইন। এই জুটি থেকে আসে ৬৬ রান, যা এ পর্যন্ত আইরিশদের সর্বোচ্চ জুটি। বালবার্নিকে বিদায় করেন হাসান মুরাদ। বিদায়ের আগে ৩৮ রান করেন আইরিশ অধিনায়ক।

এদিক থেকে ম্যাকব্রাইন লাঞ্চ বিরতির আগেই ফিফটি তুলে নিয়েছিলেন। তবে লাঞ্চের পরে আর ২ বলই টিকতে পারেন তিনি। ১০৬ বলে ৫২ রান করে ফেরেন তিনি, শিকার বনে যান নাহিদ রানার। তার বিদায়ের পর ব্যারি ম্যাকার্থি আর জন নেইল মিলে নবম উইকেটে তোলেন ৫৪ রান। হাসান মুরাদের শিকার হয়ে নেইল বিদায় নিলে ভাঙে সে জুটি। এরপর ম্যাকার্থি তাইজুলের তৃতীয় শিকার হতেই ইনিংস ও ৪৭ রানের জয় ধরা দেয় বাংলাদেশের হাতে। হাসান মুরাদ ৪, তাইজুল ৩ ও নাহিদ রানা নেন ২টি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ৩ উইকেট। হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম নিয়েছিলেন ২টি করে উইকেট।

জবাবে বাংলাদেশ ৫৮৭ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। মাহমুদুল হাসান জয় ১৭১, নাজমুল হোসেন শান্ত ১০০, সাদমান ইসলাম ৮০, মুমিনুল হক ৮২ ও লিটন দাস করেন ৬০ রান।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

আয়ারল্যান্ড ১ম ইনিংস- ২৮৬ (৯২.২ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯; মিরাজ ৩-৫০, হাসান ২-৪৭

বাংলাদেশ ১ম ইনিংস- ৩৩৮/১ (৮৫ ওভার); জয় ১৬৯*, সাদমান ৮০*; হ্যামফ্রিস ১-৭৮

আয়ারল্যান্ড ২য় ইনিংস- ২৫৪ (৭০.২ ওভার); ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩; মুরাদ ৪-৬০, তাইজুল ৩-৮৪

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ