শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

ক্যারিবীয় সাগরে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরের শুরুতে ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌকাগুলো লক্ষ্য করে এই ধরনের হামলা শুরু করে ওয়াশিংটন। এর ফলে বিতর্কিত ‘মাদকবিরোধী অভিযানে’ নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ এই হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় চালানো হামলায় চারজন নিহত হয়েছে, যা ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে চালানো ২০তম হামলা।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, সোমবারের ওই হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং নৌকাটি ‘মাদক পাচারে জড়িত’ ছিল।

যদিও তারা তাদের এ দাবির বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই মাসে ওয়াশিংটনকে হামলার বৈধতা তদন্ত করার আহ্বান জানিয়ে বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জোরালো প্রমাণ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ