আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটের নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। সেই টেস্টকে সামনে রেখে বিসিবি বড় পরিকল্পনা সাজাচ্ছে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার কীর্তিতে মুশফিকুর রহিম আগে থেকেই ছিলেন শীর্ষে। সেই তিনিই শততম টেস্টের মাইলফলক ছুঁতে চলেছেন এবার। সবকিছু ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে পরের টেস্টেই তিনি বনে যাবেন বাংলাদেশের প্রথম ১০০ টেস্ট খেলা ক্রিকেটার।
এমন কৃতিত্ব আর কোনো বাংলাদেশি ক্রিকেটারই দেখাতে পারেননি। মুশফিকই প্রথম। সে কারণে তাকে বড় সম্মাননা দিতে যাচ্ছে বিসিবি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে মুশফিকের পরিবারকে নিমন্ত্রণ জানাবে বিসিবি। তার জন্য মাঠেও থাকবে বিশেষ আয়োজন। তার হাতে তুলে দেওয়া হবে একটি ক্রেস্ট। সঙ্গে ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাটও উপহার দেওয়া হবে তাকে।