শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই অবরোধ করেন।
এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে যানজটের। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ইতোমধ্যে সড়ক উদ্ধার ও নাশকতা রোধে কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, আমরা খবর পেয়ে ভোর থেকেই পুলিশের সহযোগিতায় গাছের গুড়ি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা অব্যহত রেখেছি।