শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

হ্যারি কেইন রবিবার রাতে ইংল্যান্ডের হয়ে নিজের ৭৭তম ও ৭৮তম গোল করেছেন। এ দুই গোলের ফলে তিনি আন্তর্জাতিক ফুটবলে পেলের রেকর্ডকে পেছনে ফেলেন।

বায়ার্ন মিউনিখের এই তারকা ম্যাচের আগে জানতেন, পেলেকে ধরতে তার মাত্র একটি গোল দরকার। কিন্তু তিনি করলেন দুটি। আলবেনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ জয়ের নায়ক বনে গেছেন তিনি।

৭৪তম মিনিটে কাছ থেকে বল জালে ঠেলে দেন কেইন। তাতেই ম্যাচে এগিয়ে যায় ইংলিশরা। আট মিনিট পর হেড করে গোল করে তিনি ম্যাচের জয় নিশ্চিত করেন। এই জোড়া গোল ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শতভাগ জয় সম্পূর্ণ করে।

পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। কেইন ইংল্যান্ডের হয়ে এই রেকর্ড ভাঙেন তার ১১২তম ম্যাচে।

২০২৫–২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কেইন। ক্লাব ও দেশের হয়ে ২৩ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি।

বায়ার্ন মিউনিখের অপরাজিত যাত্রায় তার ভূমিকা বড়। তার এই গোলের ধারাবাহিকতা তাকে ২০২৬ ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট বানিয়েছে। এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও আর্লিং হালান্ডও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ