শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা ডাকাত আটক

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৩ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তাররা হলেন- নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বাসিন্দা মৃত সুলতানের ছেলে মোহাম্মদ হাসান (২৫), নুর আলমের ছেলে মো. নূর কালাম (২৬), মৃত বাছা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২৮)।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টায় টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৭ নভেম্বর দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ১৬ এপিবিএন-এর আওতাধীন সাতটি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‌্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় সশস্ত্র ডাকাত অবস্থানের তথ্য পেয়ে বিশেষ টিম দ্রুত অভিযান চালায়। টিমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে তারা আরও ১০-১২ জন সহযোগী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ