শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বছর ঘুরতে আবারও ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে গান শোনাবে দলটি। সঙ্গে থাকছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।

আগামী ৫ ডিসেম্বর ঢাকার কোর্ট সাইড, মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’।

সেমি ক্লাসিকাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারাদেশে।

অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকেট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অনলাইনে। পাওয়া যাচ্ছে tickticki.com-এ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ