জাতীয় দলের তিন ফরম্যাটের জন্য তিনজন সহ-অধিনায়ক চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুনে তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কোনো সংস্করণে ছিল না সহ-অধিনায়ক।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টেস্টে মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে নাজমুল হোসেন আর টি-টোয়েন্টিতে সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করা হয়। এই সংস্করণে তার ‘ডেপুটি’ হয়েছেন মিরাজ।
ওয়ানডেতে ঠিক এর উল্টো। আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য ওয়ানডে সংস্করণের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। সেখানে তার ডেপুটি হলেন নাজমুল হোসেন শান্ত। গত জুনে শ্রীলংকা সিরিজের আগে নাজমুল হোসেন শান্তকে সরিয়েই মিরাজকে এ সংস্করণের অধিনায়ক করা হয়েছিল।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। গত এশিয়া কাপ থেকে এ সংস্করণে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন সাইফ হাসান। তাকে এ সংস্করণে এখন সহ–অধিনায়কও করা হলো।