শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

রাশিয়ার কাছে ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

রাশিয়ার কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে ইউক্রেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে রুশ বাহিনীর হামলার ফলে ইউক্রেনের পরিবেশে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। যুদ্ধ চলাকালে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি, সিমেন্ট ও ইস্পাত উৎপাদন, অগ্নিকাণ্ডে বনাঞ্চল ধ্বংস—এসব কারণেই কার্বন নির্গমন বেড়েছে। পরিবেশগত এই ক্ষতির জন্যই ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের একজন মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরে আরও বলা হয়, কার্বন নির্গমনের ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম উদ্যোগ। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের অর্থনীতি, পরিবেশ ও কৃষি বিষয়ক উপমন্ত্রী পাভলো কার্তাশভ বলেন, আমাদের প্রচুর পরিমাণে অতিরিক্ত কার্বন এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রতিনিধিদলের একজন সদস্য মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ডাচ কার্বন হিসাব বিশেষজ্ঞ লেনার্ড ডি ক্লার্কের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ২৩৭ মিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে, যা আয়ারল্যান্ড, বেলজিয়াম ও অস্ট্রিয়ার বার্ষিক সম্মিলিত নির্গমনের সমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ