দারুণ এক সকাল শুরু করেছিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। পঞ্চাশ রানের জুটির পর ফেরেন সাদমান। এরপর বেশি সময় থাকতে পারেননি জয়ও। নাজমুল হোসেন শান্তও হয়েছেন ব্যর্থ। তাতেই স্কোরবোর্ডে শতরান তোলার আগেই ফিরেছেন তিন টপ অর্ডার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগ পর্যন্ত ১০০ রান তুলেছে বাংলাদেশ। তিন উইকেট হারানো দলকে টানছেন মমিনুল হক ও শতটেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। মমিনুল ব্যাট করছেন ১৭ রানে, মুশফিক আছেন ৩ রানে।
আইরিশদের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সকালে দারুণ শুরুর পর সাদমান পড়েন ম্যাকব্রাইনের ফাঁদে। ৩৫ রান করে থামেন টাইগার ওপেনার। এরপর ৮৩ রানের মাথায় আরেক ওপেনার জয় ফেরেন ক্যাচ দিয়ে। সিলেট টেস্টের সেঞ্চুরিয়ান এদিন করেন ৩৪ রান। পরে শতরানের আগেই শান্ত ফেরেন ৮ রান করে।
ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধা্ন্ত নেন শান্ত। দুই টেস্টের সিরিজের আগেরটিতে বড় জয় পেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।