শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

ট্রাম্পের বিশেষ নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

বিশ্বের প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ীদের নিয়ে বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ইলন মাস্ক।

হোয়াইট হাউসে ডিনারের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমার ছেলে রোনালদোর বিশাল ভক্ত। ব্যারন তার (রোনালদোর) সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। আমার মনে হয়, আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কারণে আমার প্রতি তার সম্মান কিছুটা বেড়ে গেছে।’

ট্রাম্প রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সেখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। এই বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে থাকা ইলন মাস্ক। ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও  মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বোসহ অনেকে।

তবে রোনালদোর ওয়াশিংটন সফরের সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি। রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসরে খেলছেন এবং সৌদি আরবের ফুটবলের ‘মুখ’ হিসেবে পরিচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ