ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুবমান গিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটির দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। কলকাতায় প্রথম টেস্টে গলার চোট নিয়ে মাঠ ছাড়ার পর তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নামতে পারেননি। রান তাড়া করতে গিয়ে ভারতের ১২৪ রানের লক্ষ্যও পূরণ হয়নি। দল হারে ৩০ রানে। গিল না থাকায় বড় সমস্যা তৈরি হয়েছিল।
দ্বিতীয় টেস্ট শুক্রবার শুরু হবে। এই ম্যাচ খেলার জন্য গিল দলে যোগ দিয়েছিলেন। তিনি গুয়াহাটি পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খেলা তার জন্য সম্ভব হচ্ছে না। সূত্র জানিয়েছে, ম্যাচের ধকল গিলের গলা চোট আরও বাড়িয়ে দিতে পারে।
গিলের জায়গায় দলে সুযোগ পাচ্ছেন ২৪ বছর বয়সী সাই সুদর্শন। তিনি ইংল্যান্ডে এই বছর ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেছেন। এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন। তার মোট রান ২৭৩। গড় ৩০.৩৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্টে তিনি করেন ৩৯ ও ৮৭।
গিল চোট পাওয়ার পর কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তিনি ছাড়া পান। তার চোট পুরোপুরি সেরে উঠতে আরও অন্তত ১০ দিন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর পুনর্বাসন শেষ করতে হবে। সে কারণে তাকে ৩০ নভেম্বর শুরু হওয়া ভারতের ওয়ানডে সিরিজ থেকেও বিশ্রাম দেওয়া হতে পারে।
গিল এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। একই সঙ্গে অধিনায়কের দায়িত্বও তার কাঁধে। তার অনুপস্থিতিতে কে নেতৃত্ব নেবেন, সেটিও আলোচনার বিষয়।
ভারত প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে আছে। দ্বিতীয় টেস্ট জিততেই হবে। তাই গিলের না থাকা ভারতীয় ড্রেসিংরুমে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।