শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও, স্টেডিয়ামে যা হলো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা। এর কবলে পড়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টও। ভূমিকম্পের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মিরপুর টেস্টের তৃতীয় দিনে তখন আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার চলছে। মেহেদী হাসান মিরাজের সেই ওভারের দ্বিতীয় বলের পরই এই ভূমিকম্প অনুভূত হয় মাঠে।

ভূমিকম্পের পরপর সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ব্যতিক্রম ঘটেনি মাঠেও। গ্যালারি থেকে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ভূমিকম্প থেমে যেতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

কিছুক্ষণ পরই খেলা শুরু হয়েছে। বাংলাদেশ এরপর দিনের প্রথম দুই উইকেটের দেখাও পেয়ে গেছে। তাইজুল ইসলাম এক ওভারে স্টিফেন ডোহেনি আর অ্যান্ডি ম্যাকব্রাইনকে বিদায় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ