রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

বন্ধুর বিয়েতে নেচে কপাল খুলে যায় আয়েশার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ গানের সঙ্গে নেচে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিলেন পাকিস্তানের বহুল পরিচিত টিকটক তারকা আয়েশা আজহার। বন্ধুর বিয়েতে নেচে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ঝড় তুলেছিলেন তিনি। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো তারকারাও সেই সিগনেচার স্টেগুলো পুনরায় তৈরি করেছিলেন। সম্প্রতি নিজের সম্পর্কে চমকপ্রদ তথ্য জানিয়েছেন এ টিকটক তারকা।

কয়েক দিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ টিকটক তারকা। সেখানে শিক্ষাজীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন মডেলিংয়ে ডেবিউ করার পরিকল্পনার কথা।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আয়েশা আজহার মাধ্যমিক সম্পন্ন করেছেন। তবে কখনো প্রাতিষ্ঠানিকভাবে শীর্ষ শিক্ষার্থী ছিলেন না তিনি। এ টিকটকার বলেন, আমি স্কুলে খুব একটা ভালো ছিলাম না। ভালো ফল করতে পারিনি। এমনকি তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছি।

আয়েশা আজহার বলেন, তবে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। কারণ আমার বন্ধুরা আমাকে নিয়মিত ক্লাস করতে বাধ্য করেছিল। পড়ালেখায় খুব একটা ভালো নই আমি। এ জন্য অন্যদের মতো পড়ালেখায় এগিয়ে যেতে পারিনি। তাই এখন আমি মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ