রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

সুখবর দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে, অভিনেত্রীর গায়ে লং কোট, সঙ্গে স্কার্ট—আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— ‘মা’।

সোনম কাপুর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করলে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নেন স্বামী আনন্দ আহুজা। তিনি মজার ছলে মন্তব্য করেছেন— ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা।

ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলেছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়ানার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি দেখে মুগ্ধ সবাই।

উল্লেখ্য, বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাত ধরে ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিষেক হয় সোনম কাপুরের। তার বিপরীতে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। এরপর অভিনয় করেন একাধিক সিনেমায়। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ দেখা যায় সোনম কাপুরকে।

বর্তমানে স্বামী ও সন্তান কেন্দ্র করেই তার সময় কাটছে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন এ তারকা দম্পতি।

এর আগে গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদযাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান সোনম কাপুর। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরই তিনি খবরটি জানান। এরপর থেকেই পরিবার ও ঘনিষ্ঠ মহলে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ