রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

নারী বিশ্বকাপে রেকর্ড দর্শকে আয়ের নজির

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

সদ্য শেষ হওয়া নারীদের বিশ্বকাপে দর্শক সমাগমে রেকর্ড ভেঙেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার জানিয়েছে, নারী বিশ্বকাপ রেকর্ড সংখ্যক দর্শক প্রথম ১৩টি একদিনের ম্যাচ দেখেছেন। এতে আয় হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার।

গত মাসে ভারত ও শ্রীলংকায় শুরু হওয়া নারীদের ৫০ ওভারের এই টুর্নামেন্টের ১৩তম সংস্করণের ফাইনাল হয় গত ২ নভেম্বর। ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে।

আইসিসি ও জিওহটস্টারের যৌথভাবে প্রকাশিত তথ্য অনুসারে, টুর্নামেন্টের প্রথম ১৩টি ম্যাচ ইতোমধ্যে ৬০ মিলিয়নেরও বেশি দর্শকের কাছে পৌঁছেছে। যা ২০২২ সালের সংস্করণের তুলনায় পাঁচগুণ বেশি।

আইসিসি জানিয়েছে, ৫ অক্টোবর কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি ২৮.৪ মিলিয়ন দর্শক দেখেছেন। যা নারীদের আন্তর্জাতিক ক্রিকেট রেকর্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ