প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আনুষ্ঠানিকভাবে নিজেদের সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে দলটি।
মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টিতে ছিল কিছুটা নাটকীয়তা। তিন মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে নেয় ক্যাপিটালস। কিন্তু প্রায় এক মাস আগে উডকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় তারা এবং তার বদলে নেয় হায়দার আলীকে, ফলে মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়।