রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

‘প্রথম’ দল হিসেবে মিরপুরে যে রেকর্ড গড়ল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

মিরপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে একরাশ হতাশা উপহার দিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। শেষ ৩ উইকেটে বড় প্রতিরোধ গড়ে দাঁড়িয়েছে দলটা। আর তাতেই এবার নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছে দলটা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ পর্যন্ত দলগুলোকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হয়েছে ২১ বার। এর মধ্যে সফরকারী দল শেষ ইনিংসে ব্যাট করেছে ১৩ বার। তবে এর কোনো বারই ১০০ ওভার ব্যাট করতে পারেনি কোনো দল। এই শৃঙ্ঘে প্রথম দল হিসেবে নাম লেখাল আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড দিন শুরু করে ছয় উইকেটে ১৭৬ রান নিয়ে। জিততে তাদের দরকার ছিল আরও ৩৩৩ রান। সিরিজে আইরিশদের ব্যাটিং ব্যর্থতা দেখে অনেকেই ভেবেছিলেন, বাংলাদেশ খুব দ্রুতই ম্যাচ শেষ করবে। কিন্তু আয়ারল্যান্ড অন্য এক গল্প লিখল।

বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। তিনি এলবিডব্লিউ করেন ম্যাকব্রাইনকে। এই উইকেট তাইজুলের ক্যারিয়ারের ২৫০তম। শনিবার তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হয়েছেন। আজ তিনি হয়েছেন বাংলাদেশের প্রথম বোলার যিনি টেস্টে ২৫০ উইকেট নিলেন।

সেশনের আরেকটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিলকে বোল্ড করেন এক ডেলিভারিতে, যা সামান্য বাইরে ঘুরে স্টাম্পে আঘাত করে।

তবে দ্বিতীয় সেশনটা উইকেট ছাড়াই পার করতে হয়েছে অনেক ক্ষণ। কার্টিস ক্যামফার আর গ্যাভিন হোয়ির জুটিতে এই মাইলফলক ছুঁয়ে ফেলে আইরিশরা। ওভারের সংখ্যা তিন অঙ্ক ছোঁয়ার সময় ক্যামফার করেছিলেন ২২৫ বলে ৬৮ আর হোয়ির রান ছিল ৫৮ বলে ২৫ রান।

মিরপুরে শেষ ইনিংসে ১০০ ওভার ব্যাট করার নজির অবশ্য বাংলাদেশের ছিল। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়ে দলটা। তবে কোনো সফরকারী দলের এই কীর্তি ছিল না। যে কীর্তি আজ গড়ল আয়ারল্যান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ