সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

মিসরকে দুঃসংবাদ দিলেন সালাহ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৭ প্রদর্শন করেছেন

আফ্রিকান নেশনস কাপে বড় ধাক্কা খেল মিসর। গ্রুপ পর্বে নিজেদের শেষ কেপ ভার্দের বিপক্ষে সালাহকে ছাড়াই মাঠে নামতে হবে এ প্রতিযোগিতার সবচেয়ে সফল দলকে। আর সে ম্যাচ জিতে মিসর শেষ ষোলোতে গেলেও কাটবে না বিপদ। নকআউটে সে ম্যাচেও যে পাওয়া যাবে না দলের সবচেয়ে বড় তারকা সালাহকে।এ মুহূর্তে অবশ্য শেষ ম্যাচ জিতে মিসরের পরের পর্বে যাওয়াটাও বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এরই মধ্যে দুই ম্যাচের দুটিতে জিতে পরের পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। গ্রুপের দুই নম্বরে থাকা মিসর দুই ম্যাচের দুটিতেই ড্র করেছে, তাদের পয়েন্ট ২। অন্য দিকে ঘানা ও মোজাম্বিকের একটি ড্রয়ের সঙ্গে আছে একটি হার। এই দুই দলের পয়েন্ট ১। এখন শেষ রাউন্ডের লড়াইয়ের ফলের ওপর নির্ভর করছে মিসর, ঘানা ও মোজাম্বিকের ভাগ্য।এদিকে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে সালাহকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘পরীক্ষা–নিরীক্ষার পর জানা গেছে, মিসর অধিনায়ক সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত। ফলে তাকে পরের দুই ম্যাচে দেখা যাবে না।’সালাহ ও তাঁর দল যখন টিকে থাকার সংগ্রাম করছে, তখন বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালকে শেষ ষোলোয় নিয়ে গেলেন সাদিও মানে। দুই ম্যাচের দুটিতেই জিতে পরের পর্ব নিশ্চিত করেছেন সেনেগাল। গতকাল রাতে সেনেগাল ৩-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। যোগ করা সময়ে সেনেগালের হয়ে ম্যাচের শেষ গোলটি করেছেন মানে।তিনি বলেছিলেন, ‘মরক্কো ফুটবল ফেডারেশন আফ্রিকার ফুটবলে স্বীকৃত শক্তি। মরক্কো আফ্রিকান ফুটবলকে নিয়ন্ত্রণ করে। তারা নিজেদের রেফারি ঠিক করে এবং আমরা শুধুই দর্শকের ভূমিকায় থাকি।’ সে সময় তানজানিয়া ফুটবল ফেডারেশনের সমালোচনাও করেন আমরুচে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ