সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

সোনারগাঁও উপজেলায় উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে – সাবেক এমপি কায়সার

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দীর্ঘ ১০ বছর পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের প্রার্থী পেয়ে সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণ উৎসবে মেতে উঠেছেন। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের উন্নয়ন চায়। তাই ৭ জানুয়ারি,২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে জনগণ প্রতিটি ভোটকেন্দ্রে এসে ভোট দিবে। রিটার্নিং অফিসারের কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে দলীয় নৌকার প্রার্থী সাবেক সংসদ আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

৩০ শে নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর কাছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে প্রার্থী হতে আ.লীগের দলীয় মনোনয়নফরম জমা দেন।

এসময় সোনারগাঁও উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় মহিলা লীগের প্রচার সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ