জিততেই যেন ভুলে গিয়েছিল পাকিস্তান। ফরম্যাট, প্রতিপক্ষ এবং অধিনায়কের পদে পরিবর্তন হলেও কিছুতেই ভাগ্য বদলাচ্ছিল না । অবশেষে হারের বৃত্ত ভেঙে জয়োৎসব করল পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে শাহীন শাহ আফ্রিদির দল।বিশ্বকাপের শেষ ম্যাচসহ সব ধরনের ফরম্যাট মিলিয়ে টানা আট ম্যাচ হারের পর এটা প্রথম জয় পাকিস্তানের। প্রথম চার ম্যাচ টানা হেরে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল শাহীন আফ্রিদির দল। শেষ ম্যাচ হেরেও তাই ৪-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড।মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিও করতে পারেননি কিছু। সবাই ব্যর্থতার মিছিলে যোগ দিলে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নাগালের মধ্যে থাকা রান তাড়ায় রাচিন রবীন্দ্রর উইকেট হারিয়ে শুরুটা নড়বড়ে হয় নিউজিল্যান্ডের। তবু ৮.২ ওভারে দলীয় ৫০ হয় কিউইদের। কিন্তু মাঝের ধসে পথ হারিয়ে ফেলে স্বাগতিকরা। ফিন অ্যালেন ২২ এবং উইল ইয়াং আউট হন ১২ রান করে। দলের দুর্দশা বাড়িয়ে ১ রানে ফেরেন মার্ক চাপম্যান।