সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ মারা গেছেন

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪৪ প্রদর্শন করেছেন

গত শুক্রবার ফেসবুকে এই গায়িকার মৃত্যুর কথা জানান তাঁর মেয়ে মার্লা ব্র্যাডশ। মার্লেনার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।তাঁর বয়স হয়েছিল ৮১। মার্লা ব্র্যাডশ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমি ও আমার পরিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় মা, আপনার প্রিয় আইকন ও শিল্পী মার্লেনা শ মারা গেছেন।’মার্লেনার মৃত্যুর খবরে ভার্ব রেকর্ডস বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘মার্লেনা শ-এর মৃত্যুতে আমরা শোকাহত। তিনি দুর্দান্ত গায়িকা ছিলেন। তাঁর “ক্যালিফোর্নিয়া সোল” সেই সময়ের মতো আজও জনপ্রিয়।’মার্লেনা ১৯৪২ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ‘ক্যালিফোর্নিয়া সোল’ ও ‘ওম্যান অব দ্য ঘেটো’-এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান।মার্লেনা ১৯৬৬ সালে চেস রেকর্ডস-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৬৭ সালে ‘আউট অব ডিফারেন্ট ব্যাগ’ ও ১৯৬৯ সালে ‘দ্য স্পাইস অব লাইফ’ দুটি অ্যালবাম প্রকাশ করেন।১৯৭২ সালে এই গায়িকা ব্লু নোট রেকর্ডসে চলে যান, একই বছর তাঁর তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘মার্লেনা’ প্রকাশিত হয়। ব্লু নোট লেবেলে প্রকাশিত তাঁর অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘ফ্রম দ্য ডেপথস অব মাই সোল’, ‘মার্লেনা শ লাইভ অ্যাট মন্ট্রেক্স’, ‘হু ইজ দিস বিচ, এনিওয়ে?’ , ‘জাস্ট আ ম্যাটার অব টাইম’।মার্লেনার ১৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বৈচিত্র্যময় গায়কির জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন তিনি। গায়িকার মৃত্যুতে সংগীত তারকাসহ শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ