সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

আজ আবার পাকিস্তানে ফিরে যাচ্ছেন হারিস

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৭ প্রদর্শন করেছেন

বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস। টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করলেও খেলার সুযোগ পাননি পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম দুটি ম্যাচ খেললেও দর্শক হয়ে ছিলেন হারিস।অনাপত্তিপত্র না পাওয়ায় আজ আবার পাকিস্তানে ফিরে যাচ্ছেন তিনি।হারিসের মতো এখনো পিসিবির ছাড়পত্রের অপেক্ষায় ফখর জামান, ইফতেখার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, আব্দুল্লাহ শফিকরা। তবে বাবর আজম, সাইম মোহাম্মদ রিজওয়ানরা বোর্ডের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) পাওয়ায় বিপিএল খেলতে আসবেন।পিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বছরে সর্বোচ্চ দুটি বিদেশি লিগ খেলার অনুমতি দিয়েছে। যে হিসাব হয় প্রতিবছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ