স্বল্প দৈর্ঘ্যের এই ছবি ইতোপূর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, লন্ডন ও চীনের উৎসবে প্রদর্শিত হয়েছে; কুড়িয়েছে প্রশংসা। বিশ্বভ্রমণ সেরে এবার ছবিটি আসছে দেশের উৎসবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা,২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে প্রদর্শীতে হবে গোলাম রাব্বানীর ছোট ছবি ‘ছুরত’। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি ২৩ জানুয়ারি বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।নীরিক্ষাধর্মী এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সংগীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর।এর আগে ছবিটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।