আজ অভিনেতার ৫৫তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ববিকে। শুভেচ্ছা জানালেন তাঁর বড় ভাই সানি দেওলও।২০২৩ সালে ববির পাশাপাশি সানি দেওল বলিউডে বিরাট প্রত্যাবর্তন করেন।সানি দেওল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ববি দেওলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।ছবি শেয়ার করে সানি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ছোট।’ সানির সেই শুভেচ্ছাবার্তায় মন্তব্য করে ববি লিখেছেন, ‘ভালোবাসি ভাইয়া। তুমিই আমার সবকিছু।’দুই ভাইয়ের এই ভালবাসায় অনুরাগীরাও শামিল হয়েছেন। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা এদিকে ববির ৫৫তম জন্মদিনে তাঁর আসন্ন সিনেমার পোস্টার শেয়ার করেছেন নির্মাতারা। সুরিয়ার ‘কাঙ্গুভা’ চলচ্চিত্রে দেখা যাবে ববিকে। কাঙ্গুভা থেকে ববির প্রথম লুক শেয়ার করা হয়েছে যা মুহূর্তের মধ্যেই ব্যাপক আলোচনায় উঠে এসেছে। প্রথমবারের মতো এমন দুধর্ষ লুকে ধরা দিলেন ববি দেওল। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। সঙ্গে রয়েছেন দিশা পাটানি। সিনেমাটি এ বছর ১০টি ভাষায় মুক্তি পাবে।