সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

অপরাধমুক্ত সমাজ গঠন করতে সকলকে সচেতন হতে হবে – মোহাম্মদ ইকবাল হোসেন বিপিএম

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ঢাকা মহানগর পুলিশ ডিএমপি’র ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম বলেছেন, অপরাধ ও কলুষমুক্ত সমাজ ও জীবন গঠনে সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সকল পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ সুধীজন এবং পিতা-মাতাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান, যেমন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করতে হবে।

তিনি আরো বলেন, সব পিতা-মাতাকে তার সন্তানের প্রতি নজরদারী করতে হবে। সে কখন কোথায় যায়, কি করে খোঁজখবর নিতে হবে। এছাড়াও প্রত্যেক নাগরিককে তার নাগরিক অধিকার ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি ৩০ জানুয়ারি ঢাকার মাতুয়াইলে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ ও আজীবন সদস্য মোঃ জাকির হোসেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ