দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। এবার মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল।জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘চিতা’য় ভূমিকায় দেখা যাবে অনন্ত জলিল সাথে থাকছেন বর্ষা। বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবিটির মহরতের মাধ্যমে এমন ঘোষণা দেওয়া হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের লেখা চার শতাধিক বই আবর্তিত হয়েছে এই চরিত্রকে ঘিরে। কালজয়ী সেই চরিত্র সিনেমার পর্দায়ও এসেছে। আর এতে মাসুদ রানা হচ্ছেন অনন্ত জলিল। অনন্ত জলিল বলেন, মাসুদ রানা সিরিজে কাজ করা আমার স্বপ্ন ছিলো। যখন দেশে কাজ করি, অনেকেই আমাকে বলত বাংলার জেমস বন্ড। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। ‘চিতা’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এর আগে তার পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল। সেটি এখনও নির্মাণাধীন রয়েছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, জাজের ছবিতে প্রথম জুটি হলেন অনন্ত জলিল আর বর্ষা। এটা একটি চমক। ছবিটি নির্মিত হলে দর্শক আরও চমক পাবেন। ‘চিতা’ ছবিতে আরও থাকছেন আলিশা, সাঞ্জু জন, সীমান্ত, নাদের চৌধুরী প্রমুখ। আগামী এপ্রিল-মে নাগাদ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনামে হবে শুটিং।