নিজস্ব প্রতিবেদক : আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিসান সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ও গোপালদী পৌরসভা ৪ নং ওয়ার্ড কমিশনার উলুকান্দি গ্রামের ফজলুল হক এর ছেলে।
সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মটর সাইকেল যোগে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হলে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপর আরোহী বন্ধু সুস্ময় গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোপালদি রামচন্দ্রী সড়কের বাইরাদি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত জিসানের পরিবার ও গোপালদী পৌরসভাস্থ উলু কান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।