ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টের হিটে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ৬.৬২ টাইমিং নিয়ে শেষ করেছেন তিনি।
ইরানের তেহরানে হওয়া এবারের এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টের তৃতীয় হিটে ছয় নম্বর লেনে অংশ নেন ইমরান। প্রতি হিটের শীর্ষ তিন জন স্প্রিন্টার সুযোগ পেয়েছেন সেমিফাইনালে। হিটে ইমরানকে টেক্কা দিয়েছেন ওমানের আলী
গত বছর কাজাখস্তানে হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরানুর। ওই আসরে সেমিফাইনালে দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে। আর হিটে ৬.৭০ টাইমিং করে সব হিটেই হয়েছিলেন সেরা। এবার তার থেকেও হিটে ভালো করলেন। কদিন আগেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ইমরানুর।
টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মানব হওয়ার পথে বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেছিলেন ১০ দশমিক ৩৬ সেকেন্ডে। বাংলাদেশের আরেক অ্যাথলেট রাকিবুল হাসান চতুর্থ হিটের প্রথম লেনে দৌড়ান। ৬.৮৭ টাইমিং নিয়ে নিজের হিটে চতুর্থ হয়ে বাদ পড়েন তিনি।