অনলাইন ডেস্ক : হলিউডের তারকা টেইলর সুইফটের কনসার্টে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভক্তের। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।
ষোল বছর বয়সী মিয়েকা পোকারিয়া তার মা এবং ছোট বোনের সঙ্গে অনুষ্ঠানে যাচ্ছিল। কিশোরীর মা এবং বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। মিয়েকা টেইলরের অন্ধ ভক্ত ছিল। মিয়েকার পরিবার সূত্রে দাবি, সারাক্ষণ টেইলরের গান শুনত সে। টেইলরের সব কনসার্টেই উপস্থিত থাকতে চাইত। কিন্তু কোনওবারই সম্ভব হয়ে ওঠেনি।
কনসার্টটি যেখানে হচ্ছিল, সেখান থেকে মিয়েকার বাড়ির দূরত্ব অনেকটাই। প্রায় ১৭ ঘণ্টার রাস্তা পেরিয়ে টেইলরের গান শুনতে যাচ্ছিল মিয়েকা এবং তার পরিবার। রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে মিয়েকাদের গাড়িটি। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর। মিয়েকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, টেইলরের কনসার্টে যাওয়া তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মিয়েকার মা এবং বোন সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর,দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার উপর মিয়েকার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার মা।