মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (জানুয়ারি/২০২৪ এবং ত্রৈমাসিক অক্টোবর-ডিসেম্বর/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ টায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই ডিআইজি (উত্তর বিভাগ) অতিরিক্ত দায়িত্ব (অপারেশনস্) জনাব মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার) এর সঞ্চালনায় জানুয়ারি২০২৪ ও ডিসেম্বর ২০২৩ এবং পূর্ববর্তী বছরের জানুয়ারি ২০২৩ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্রাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন), ডিআইজি(উত্তর), ডিআইজি(দক্ষিণ), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন এবং থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

অপরাধ সভায় সভাপতি এর বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেবা গ্রহীতাদের আইনগত সেবা প্রদানসহ যথাযথ মর্যাদা প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ