প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে ৩ দিনের সফরে ঢাকায় এসে এ বৈঠক করেন তিনি।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের বিমানবাহিনী প্রধান একটি পেইন্টিং উপহার দেন। সফরে ভারতের বিমান বাহিনী প্রধান বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ঘাঁটিগুলো পরিদর্শনে যাবেন ভি আর চৌধুরী। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।