বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটওভার ব্রিজ হকার মুক্ত করলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
২৮ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে হকার মুক্ত করেন।
হকার উচ্ছেদে এমপি আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর সাথে ছিলেন সোনারগাঁও উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রয়েল রির্সোটে স্মার্ট সোনারগাঁ বির্নিমাণের লক্ষ্যে আলোচনা সভায় জোরালোভাবে উঠে আসে ফুটওভারব্রিজে হকার মুক্ত করা।ফুটওভার ব্রিজটিতে হকার মুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ গত ২১ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ হকার মুক্ত রাখে ফুটওভার ব্রিজটি। হঠাৎ করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পুনরায় হকার বসতে শুরু করে। বিষয়টি নিয়ে আজ (২৮ ফেব্রুয়ারি, বুধবার) উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় আবারো আলোচনায় উঠে আসে। পরে বিকেলে এমপি আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত নিজে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিয়ে হকার মুক্ত করে চলাচল নির্বিঘ্ন করেন।
এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের