সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

একই পরিবারের ৫ জনের মৃত্যু, থমকে আছে সারা গ্রাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৪ প্রদর্শন করেছেন

ব্রাহ্মণবাড়িয়ার ইতালি প্রবাসী ব্যবসায়ী সৈয়দ মোবারক হোসেন। সুযোগ পেয়েছিলেন স্থায়ীভাবে সেদেশে থাকার। মাসখানেক আগে দেশে এসেছিলেন, কথা ছিল স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ইতালি যাবেন। ভিসাও প্রস্তুত ছিল কিন্তু আর যাওয়া হল। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসী মোবারক হোসেন ও তার পরিবারের সদস্য। নিহতরা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক, তার স্ত্রী স্বপ্না , দুই মেয়ে সৈয়দা কাশফিয়া  ও সৈয়দা নূর  এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ।

মোবারকের চাচাতো ভাই ফয়সাল জানান, রাজধানীর মধুবাগ থেকে স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন মোবারক। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। পরিবারটি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য সব প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তাদের আর যাওয়া হলো না। পরিবারের আর কেউ বেঁচে রইলো না বলে জানান তিনি।সরেজমিনে দেখা যায়, মোবারকের বাড়িতে আনা হয়েছে পাঁচটি খাটিয়া। ইতিমধ্যে বাড়ির পাশের একটি কবরস্থানে খোঁড়া হচ্ছে কবর। এলাকায় মাইকে মাইকে জানিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর খবর ও জানাজার সময়। বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আগুনে পুড়ে একই পরিবারে ৫ জনের মৃত্যুতে যেন পুরো গ্রাম থমকে গেছে। নিহত মোবারকের চাচা আব্দুল কাইয়ূম জানান, বিকালে আসর নামাজের পর শাহবাজপুর গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ