ট্রাম্পের গাজা পরিকল্পনা: ফিলিস্তিনির সমর্থনে ইয়েমেনে হাজারো মানুষের সমাবেশ
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা’দাতে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সা’দার বিভিন্ন জেলায়, যেমন মাজজ, ঘামর, আল-ধাহের, বকিম, কিতাফ ও আল-বোকেই, আল-হাশওয়া, মনাব্বিহ, এবং কাটাবিরে বিশাল প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়, যা ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছে। প্রতিবাদকারীরা…