ইনডোর অ্যাথলেটিকসের দ্বিতীয় স্থানে ইমরান
ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টের হিটে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ৬.৬২ টাইমিং নিয়ে শেষ করেছেন তিনি। ইরানের তেহরানে হওয়া এবারের এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টের তৃতীয় হিটে ছয় নম্বর লেনে অংশ নেন ইমরান। প্রতি হিটের শীর্ষ তিন জন স্প্রিন্টার সুযোগ পেয়েছেন সেমিফাইনালে। হিটে ইমরানকে টেক্কা দিয়েছেন ওমানের আলী গত বছর…