মাঠে ঢুকে ফুটবলারদের পেটাল প্রতিপক্ষ সমর্থকরা
তুরস্কের ক্লাব ফুটবলে মারামারি আর সংঘর্ষ যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার তুরস্কের শীর্ষ লিগে চলতি মৌসুমে আবারও মারপিটের ঘটনা ঘটেছে। ত্রাবজনস্পোর ও ফেনেরবাচের মধ্যকার ম্যাচে ঘটেছে মারামারির এই ঘটনা। নির্ধারিত সময় শেষে ত্রাবজনস্পোরকে ৩-২ গোলে হারায় ফেনেরবাচে। এরপরই স্বাগতিক ত্রাবজনস্পোরের সমর্থকরা হামলা চালায় ফেনেরবাচের ফুটবলারদের ওপর। রোববার তুরস্কের সুপার লিগের ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজতেই…