সাত বছর ধরে হইচইয়ের সিরিজগুলোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, বাঙালিয়ানার ঘেরাটোপে হইচই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার কাজের সম্ভারের মাধ্যমে। হইচই বাংলাদেশের তেমনই কিছু বিশেষ কাজের তালিকায় রয়েছে ‘মহানগর’, ‘তাকদীর’, ‘কারাগার’, ‘কাইজার’সহ আরও অনেক কিছু।সেই হইচইয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘মোবারকনামা’। বছরের শেষে বাংলা ওটিটি জগতে বিশেষ সাড়া ফেলে দিয়েছে এই সিরিজ। মোশাররফ করিম অভিনীত, গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দর্শকের আলোচনার এসেছে।মোশাররফ করিম তাঁর অভিনয়ক্ষমতার মাধ্যমে আরও একবার দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে শুধুই তাঁর অভিনয় নয়, এই গল্পের আরও অনেক আকর্ষণীয় দিকের অন্যতম হলো এই গল্পের প্লট। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত দর্শককে ভাবাবে এই সিরিজ।ল্পের মূল চরিত্র মোবারক। একজন আইনজীবী সে। তবে আর পাঁচজনের গল্পের চেয়ে তার জীবন খানিকটা হলেও আলাদা। একসময়ের অত্যন্ত সফল আইনজীবী, যে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বেচ্ছায় কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন,
‘মোবারকনামা’।