মোশাররফ করিম অভিনীত কলকাতার ‘হুব্বা’ ছবিটি ১৯ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে। মুক্তির আগে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কথা বললেন মোশাররফ করিম। জানালেন, ছবিটি সবার দেখা উচিত। মোশাররফ করিম বললেন, ‘একটা কারণ “হুব্বা” বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দ্বিতীয়ত, “হুব্বা”–য় মোশাররফ করিম আছে। তৃতীয়ত, আমার ছবির সংলাপের মতো করে বলতে হয়, এই “হুব্বা” দেখতে সবাই হলে চলে আসবে, নইলে পৈতে করে দেব (হাসি)।’‘হুব্বা’ ছবিতে মোশাররফ করিমকে নানা রূপে দেখা যাবে। টিজার–ট্রেলারে সেই আভাসই দিয়েছেন পরিচালক ব্রাত্য বসু। ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মোশাররফ করিম বলেন, ‘চরিত্রটি নিয়ে থ্রিল যেমন ছিল, তেমনি ভয়েও ছিলাম। চরিত্রটা মানসিকভাবে নেওয়াটাই একরকম চ্যালেঞ্জ ছিল। কারণ, এই চরিত্রের অনেকগুলো স্তর ছিল। মানুষ কিন্তু তার দৈনন্দিন জীবনে অনেকগুলো চরিত্রে অভিনয় করে। মানুষের মনের জয়গা যত অসীম, ধরা যায় না—তেমনি চরিত্রগুলোও অসীম। ভাবতাম, কীভাবে চরিত্রটি টানব। এই চরিত্রের মনস্তত্ত্ব কীভাবে পর্দায় ফুটিয়ে তুলব। তবে সবকিছু মিলিয়ে আমি খুশি। আমার বিশ্বাস, বাংলাদেশের দর্শকেরা “হুব্বা”–য় আরও বেশি খুশি হবেন।’