গতকাল সকালে অর্ষা নিজের ফেসবুকে ইমরানের সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করে জানান দিয়েছেন সুখবরটা। নাজিয়া হক অর্ষার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।বিয়েটা আমাদের মোহাম্মদপুরের বাসাতেই হয়েছে। ছবিগুলো বিয়ের পরের দিন তোলা। আসলে বিয়ের দিন অত্যন্ত সাদামাটাভাবে সব হয়েছে, ছবিও তোলা হয়নি সেদিন। পরদিন আমার বোনেরা বলল, কিছু ছবি তুলে রাখা উচিত। তারাই সিদ্ধান্ত নিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছবি তুলবে।তিন মাস আগে আমাদের বাগদান হয়। মাসখানেক আগে হয়েছে বিয়ে। তবে সেই দিনটা প্রকাশ করতে চাইছি না। শিগগির একটা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। সেদিনটাকেই আমরা বিয়ের দিন হিসেবে মনে রাখতে চাই।আমার মা অসুস্থ। তাঁকে বিছানায় রেখে নাচ-গান, হৈ-হুল্লোড় করাটা কি ভালো দেখায়? আমার শ্বশুরবাড়ির লোকজনও সেটা চাননি।মায়ের ইচ্ছাতেই আমাদের দুই পরিবারকে নিয়ে বিয়েটা করেছি। কোনো অনুষ্ঠান বা আয়োজন করা হয়নি।