বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

গুরুতর অসুস্থ প্রখ্যাত গীতিকার প্রতুল মুখোপাধ্যায়

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ প্রদর্শন করেছেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।জানা গেছে, চলতি বছরের শুরুতেই তাকে এস এস কে এম-এ ভর্তি করানো হয়। নাক দিয়ে রক্তক্ষরণের কারণেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শিল্পীকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করা হয়। সোমবার এসএসকেএম হাসপাতালে এ শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গায়ক অভিনেতা হিসেবে একটি স্কুলের নাটকের মঞ্চে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৬২ সালে তিনি প্রথম গান লেখেন। তারপর এক দশক ধরে বেশ কয়েকটি গণসংগীত রচনা করেছেন। নকশালদের মধ্যে তিনি পরিচিত ছিলেন ‘সেজদা কমরেড’ নামে। ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করা প্রতুল মুখোপাধ্যায়ের প্রথম একক অ্যালবাম ‘যেতে হবে’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। প্রসঙ্গত, এ শিল্পীর ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ গানটি আজও কালজয়ী হয়ে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ