বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। পাত্রী ওয়াহিদা রাহী। ১১ বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।ওয়াহিদা রাহী, তিনি একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার।গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তখন বিয়ের বিয়ষটি মিডিয়াকে জানাননি পল্লব। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন। পল্লব জানান, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন তিনি। তিনি বলেন, এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি।পল্লব বলেন, ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতেও আমিও খুশি।সবাই আমাদের জন্য দোয়া করবেন।