নিজেস্ব প্রতিবেদক : ৬০ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
নরসিংদী শিবপুরে ৬০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ। ২১ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা কাঁচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবেড় এলাকার মোঃ মবিন মিয়া। ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পুরাতন লাল রংয়ের বিভারটেকে মাদক বহন করছে এম তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে থানার এসআই নিঃ বিল্লাল হুসাইন এএসআই নিঃ আনোয়ার হোসেন এএসআই নিঃ শাহআলম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বিভারটেকের চালককে আটক করেন। পরবর্তীতে বিভারটেক তল্লাশি করে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।