সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

গাজীপুরে সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে এক নারি শ্রমিকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪ প্রদর্শন করেছেন

নিজেস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির নিচে চাপা পড়ে মনিরা নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে অন্য শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরে সিটি করপোরেশনের ওই গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ছাড়া পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় তারা।

এদিকে এ ঘটনায় টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। শনিবার সকাল পৌনে ৮টা দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন মেরিনা সিএনজি ফিলিং স্টেশন সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক ভ্যানচালক আহত হয়েছেন।

নিহত মনিরা শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার চরভাঙ্গা গ্রামের রুহুল আমিনের স্ত্রী। সে বড়বাড়ি এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে তারগাছ এলাকায় এক নারী শ্রমিক রাস্তা পারাপারের সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি গাড়ি ওই নারী শ্রমিককে চাপা দিলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ সময় চাপা দেওয়া গাড়িটিকে এক ভ্যানচালক থামানোর চেষ্টা করলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পরপরই উত্তেজিত বিভিন্ন গার্মেন্টস কর্মী ও স্থানীয় লোকজন ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এ সময় তারা অন্তত ৪০টি যানবাহনের গ্লাস ভাঙচুর করে।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, নারী শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। বর্তমানে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় শ্রমিকরা হামলা করছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ