সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

১ লাখ টন চিনির কাঁচামাল পুড়ে গেছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৬ প্রদর্শন করেছেন

এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে ১ লাখ টনের বেশি উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের স্টাফ মোহাম্মদ মনির জানিয়েছেন, সুগার মিলের ভিতরে ১ লাখ টনের উপরে উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল রয়েছে। এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। কারখানার চারিদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক অ্যাডভোকেট এম হোছাইন রানা জানিয়েছেন, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা ধরে এস আলম সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু আগে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে নৌ বাহিনীর আরও দু’টি টিম। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। কারখানার পাশে যেসব দোকান রয়েছে তা বন্ধ করে তারা নিরাপদ স্থানে চলে গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও ২ ঘণ্টা সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। এর আগে বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সুগার মিলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ