মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় যুবক খুন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৫ প্রদর্শন করেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. হৃদয় ভূঁইয়া। তিনি ওই এলাকার আমির আলী ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবকের চাচাতো ভাই ফারুক ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই হৃদয় নামের ওই যুবকের মৃত্যু হয়। তার শরীরের সামনের অংশে বেশ কয়েকটি গুলির দাগ রয়েছে। আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ